কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন ১ম সংশোধিত (ডিএই অঙ্গ) প্রকল্পের আওতায় ৩মে সকাল ১০টায় কর্মচারীদের ৪ দিন ব্যাপী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ র্কোসের উদ্ভোধনী খুলনাস্থ কৃষি তথ্য সার্ভিসের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (পিসিইউ অঙ্গ) প্রকল্প সমন্বয়কারী পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করেন। পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন ১ম সংশোধিত (ডিএই অঙ্গ) প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ জি এম রুহুল আমিন উদ্ভেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অমিতাভ মন্ডল ও যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার কম্পিউটার প্রশিক্ষক মনোয়ার উল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় প্রকল্প সমন্বয়কারী পরিচালক বলেন,সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মান কর্মসূচী সফল করতে হলে কম্পিউটারের কোন বিকল্প নেই। অফিস আদালতের কাজ, রির্পোট র্রিটান ও অর্থনৈতিক যাবতীয় কাজ দ্রুততম ও নির্ভূলভাবে করতে হলে কম্পিউটার বিষযে জ্ঞান থাকা দরকার। এ প্রশিক্ষণ শেষে কম্পিউটারে কাজ করতে আরো সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণে পিরোজপুর,গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশ গ্রহন করেন।